ঢাকা   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

পারমিট ছাড়া হজে কড়া শাস্তি ঘোষণা সৌদির

বিশেষ প্রতিবেদন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:৩৯, ৩০ এপ্রিল ২০২৫

পারমিট ছাড়া হজে কড়া শাস্তি ঘোষণা সৌদির

হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, হজ পারমিট ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে বা অন্য কাউকে এতে সহায়তা করলে তাকে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, বহিষ্কার এবং নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে।

এই নির্দেশনা কার্যকর থাকবে হিজরি ক্যালেন্ডারের দুল-ক্বিদা ১ তারিখ থেকে দুল-হিজ্জা ১৪ তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে কেউ যদি পারমিট ছাড়াই মক্কা নগরী বা পবিত্র স্থানগুলোতে প্রবেশ বা অবস্থান করতে চান, তবে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পারমিটবিহীন হজ পালনে সর্বোচ্চ ২০ হাজার রিয়াল জরিমানা ধার্য করা হয়েছে। কেউ যদি এমন ব্যক্তিকে ভিজিট ভিসা এনে হজ পালনে সহায়তা করেন, তাকেও সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা করা হবে।

এছাড়াও যারা ভিজিট ভিসাধারীদের মক্কায় পরিবহন করেন বা আশ্রয় দেন—তাদের বিরুদ্ধেও একই জরিমানা কার্যকর হবে। অপরাধীকে লুকানো বা আশ্রয় দিলে প্রতিটি ব্যক্তির জন্য আলাদা করে জরিমানা নির্ধারিত হবে এবং তা বহুগুণে বাড়তে পারে। অননুমোদিত অভিবাসীরা যদি হজ পালনের চেষ্টা করেন, তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং ভবিষ্যতে ১০ বছরের জন্য সৌদিতে প্রবেশ নিষিদ্ধ থাকবে।

এমনকি কেউ যদি তার ব্যক্তিগত গাড়ি ভিজিট ভিসাধারীকে পবিত্র স্থানসমূহে পৌঁছে দিতে ব্যবহার করেন, সেই গাড়ি জব্দেরও পদক্ষেপ নেওয়া হবে—যদি তা নিজস্ব মালিকানাধীন হয়।

সৌদি প্রশাসন হজ মৌসুমে সকল দেশি-বিদেশি নাগরিককে এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার অনুরোধ জানিয়েছে। তাদের মতে, এসব ব্যবস্থা হজ পালনকে নিরাপদ, শৃঙ্খলিত এবং সুশৃঙ্খল রাখতে সহায়ক হবে।