ঢাকা   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

গরমের বাজারে ফ্যানের জোয়ার, দেশীয় ব্র্যান্ডের দখলে বাজার

কেনাকাটা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩০, ১৫ মার্চ ২০২৫

গরমের বাজারে ফ্যানের জোয়ার, দেশীয় ব্র্যান্ডের দখলে বাজার

কাঁথা-কম্বল গুছিয়ে উঠেছে আলমারিতে, সূর্যের প্রখরতা জানিয়ে দিচ্ছে—গ্রীষ্ম আসন্ন। গরম থেকে স্বস্তি পেতে এখনই শুরু হয়েছে ফ্যান কেনার হিড়িক। আধুনিক সিলিং ফ্যান থেকে শুরু করে রিচার্জেবল ফ্যান—বাজারজুড়ে বাড়ছে চাহিদা। ব্র্যান্ডগুলোও গ্রাহকদের রুচি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আনছে নতুন নতুন মডেল।

একসময় পাকিস্তান ও ভারত থেকে আমদানি করা ফ্যানই ভরসা ছিল। এখন চিত্র বদলেছে। দেশীয় ব্র্যান্ডগুলোর আধিপত্য বেড়েছে ফ্যানের বাজারে। ওয়ালটন, যমুনা, আরএফএল, কনকা, বিআরবি, এনার্জিপ্যাক-এর মতো ব্র্যান্ডগুলো আধুনিক প্রযুক্তির ফ্যান এনে ক্রেতাদের আকৃষ্ট করছে।

ফ্যানের বাজারে বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তির রাজত্ব

সাধারণত প্রচলিত ফ্যানগুলো ৮০-১০০ ওয়াটের হয়ে থাকে। তবে ওয়ালটনের ব্রাশলেস ডিরেক্ট কারেন্ট (বিএলডিসি) প্রযুক্তির ফ্যান মাত্র ৩৫ ওয়াটের। এই সুপার সেভার ফ্যান ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী। ওয়ালটনের রিচার্জেবল সিলিং ফ্যান ১২ ঘণ্টা পর্যন্ত বাতাস দিতে পারে, আর অন্যান্য রিচার্জেবল ফ্যান ৪-৫ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। তাদের সিলিং ফ্যান তিন পাখার হলেও টেবিল ও স্ট্যান্ড ফ্যান পাঁচ পাখার হয়ে থাকে। দাম শুরু হয়েছে ২,৫০০ টাকা থেকে ৭,০০০ টাকা পর্যন্ত

ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার সোহেল রানা বলেন, "আমরা প্রযুক্তি ও ফ্যাশনের সমন্বয়ে পণ্য তৈরি করি। যেমন, বিএলডিসি প্রযুক্তির লাইটকিট ফ্যান এনেছি, যেখানে রিমোট দিয়ে তিনটি রঙের লাইট পরিবর্তন করা যাবে। ফ্যানের নিরাপত্তার জন্য সেফটি ওয়্যারও রয়েছে।"

যমুনার ফ্যান—শব্দহীন ও দীর্ঘস্থায়ী

যমুনা ব্র্যান্ডের সুপার ডিলাক্স ও লাক্সারি মডেলের ফ্যানগুলোর চাহিদা বাজারে বেশ ভালো। ছিমছাম ডিজাইন ও দীর্ঘস্থায়ী ওয়ারেন্টির জন্য ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে ব্র্যান্ডটি। যমুনার ফ্যান শব্দহীন ও শক্তিশালী (৩১০ RPM), যা বেশি বাতাস দেয়

যমুনা প্লাজার ম্যানেজার জিহাদুল ইসলাম বলেন, "যমুনার ফ্যানের শব্দ নেই, বাতাস বেশি দেয়, আর ওয়ারেন্টিও ভালো।" রিচার্জেবল ফ্যান কিনতে খরচ হবে ৫,৫০০ টাকা

কনকা ফ্যান—দীর্ঘস্থায়ী ও বিদ্যুৎসাশ্রয়ী

কনকা ব্র্যান্ডের ফ্যান দেশে উৎপাদন করছে ইলেকট্রো মার্ট। তাদের ফ্যানগুলোতে ব্যবহার করা হয়েছে শতভাগ কপারের তার ও অ্যালুমিনিয়ামের পাখা৬৫% বিদ্যুৎসাশ্রয়ী এই ফ্যানের ওয়ারেন্টি ১০ বছর পর্যন্ত।

ফ্যানের বাজারে দেশীয় ব্র্যান্ডগুলোর আধিপত্য স্পষ্ট। বিদ্যুৎসাশ্রয়ী, রিচার্জেবল ও নকশায় আধুনিক ফ্যানের দিকে ঝুঁকছে ক্রেতারা। গরম বাড়ার সঙ্গে সঙ্গে ফ্যানের বাজারও এখন তুঙ্গে!

শেয়ার বিজনেস24.কম