
রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছেন, তাদের লক্ষ্য একটাই—একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে থাকবে সুরক্ষিত নাগরিক অধিকার, স্বাধীন বিচারব্যবস্থা এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে ভাসানী অনুসারী পরিষদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে এসব কথা বলেন অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ক্ষমতার কেন্দ্রীকরণ বন্ধ করে এমন কাঠামোগত পরিবর্তনের দিকে যেতে হবে, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশকে একটি আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে পায়।
তিনি আরও বলেন, “আমরা এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়তে চাই, যেখানে আর কখনো কাউকে নাগরিক অধিকার আদায়ের জন্য রক্ত দিতে না হয়।” রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্যমত্যে পৌঁছাতে কমিশন একটি অনুঘটকের ভূমিকা পালন করছে বলেও জানান তিনি।
আলোচনায় আরও অংশ নেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ইফতেখারুজ্জামান ও মনির হায়দার। ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলামের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেয়।
এ আলোচনা রাজনৈতিক ঐক্যের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে অংশগ্রহণকারী সব পক্ষই বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।