ঢাকা   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

“উপাচার্যবিরোধী আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থী একজোট

শিক্ষা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮:২৯, ৮ মে ২০২৫

“উপাচার্যবিরোধী আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থী একজোট

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে টানা চলমান শিক্ষার্থী আন্দোলনে এবার সরাসরি যুক্ত হয়েছেন একাংশের শিক্ষকরা। উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের বিরুদ্ধে দুর্নীতি, স্বৈরাচারী আচরণ ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ এনে শিক্ষকরা একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষার্থীদের সঙ্গে।

বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় চলমান অবস্থান কর্মসূচিতে অংশ নেন শিক্ষকরা। বিক্ষুব্ধ এই সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক ড. মুহসিন উদ্দীন, সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক, সঞ্জয় সরকার, জ্যোতির্ময় বিশ্বাস, উম্মেষ রায়, খাদিজা বেগম ও মোস্তাকিম হোসেন। তাঁরা বলেন, উপাচার্যের অপেশাদার আচরণে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে এবং তাঁর পদত্যাগ এখন সময়ের দাবি।

সমাবেশে শিক্ষক ও শিক্ষার্থীরা একসাথে প্রতিবাদী গান, স্লোগান ও উপাচার্যবিরোধী বক্তব্যে মুখর হয়ে ওঠেন। বক্তারা জানান, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তারা শিক্ষার্থীদের সঙ্গে যৌথভাবে কর্মসূচি চালিয়ে যাবেন।

বেলা দেড়টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের দিকে রওনা দেন। তাঁদের পরিকল্পনা অনুযায়ী, বাসভবনে গিয়ে তারা বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দেন।

এর আগে, বুধবার দুপুরে আন্দোলনকারীরা উপাচার্যের বাসভবনের নিরাপত্তাকর্মীদের বের করে দিয়ে মূল ফটকে তালা লাগিয়ে দেন। এমন ধারাবাহিক চাপের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন একপ্রকার অচল হয়ে পড়েছে।

পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে, আর শিক্ষার্থী-শিক্ষক ঐক্য নতুন মাত্রা যোগ করেছে এই আন্দোলনে।