
অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মাতৃত্বজীবন কেবলই এক নতুন অধ্যায় নয়, বরং নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার যাত্রা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি গর্ভাবস্থার জটিলতা, সন্তান জন্ম, ও মা হওয়ার অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। দীপিকা জানান, গর্ভকালীন সময়টা সহজ ছিল না; তবে পরিবার ও বন্ধুদের সহায়তায় তিনি পরিস্থিতি সামলেছেন।
রণবীর সিংয়ের সহানুভূতির কথা উল্লেখ করে দীপিকা বলেন, “রণবীর বলেছিল, এটা তোমার শরীর, সিদ্ধান্তও তোমার।” এ কথাতেই বোঝা যায়, মাতৃত্বের সিদ্ধান্তে রণবীর কতটা সম্মান দেখিয়েছেন দীপিকার প্রতি।
২০২৩ সালের ৮ সেপ্টেম্বর তাঁদের কন্যাসন্তান ‘দুয়া’র জন্ম হয়। সন্তানের নামকরণেও ছিল আন্তরিকতা ও ভালোবাসা—দীপিকার এক কথার প্রস্তাবে রণবীর সম্মত হয়ে যান। দীপিকা জানান, মা হওয়ার পর জীবন থেমে যায়নি, বরং বদলে গেছে। এখন সময় পেলেই মেয়ের সঙ্গে সময় কাটান, আর ব্যস্ততা এলে খানিকটা অপরাধবোধে ভোগেন।
ধীরে ধীরে কাজে ফিরছেন দীপিকা। সামনে তাঁকে দেখা যাবে ‘স্পিরিট’, ‘কিং’, ‘পাঠান ২’ ও ‘কল্কি ২’-এর মতো ছবিতে। সম্প্রতি ওয়েভস সামিট ২০২৫-এ শাহরুখ খান ও করণ জোহরের সঙ্গে একই মঞ্চে ছিলেন তিনি।
চমৎকার ভালোবাসা, দায়িত্ববোধ ও সচেতনতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছেন দীপিকা-রণবীর।