ঢাকা   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সংস্কার প্রশ্নে ছাড় দিয়ে ঐকমত্যে আগ্রহী নাগরিক ঐক্য

রাজনীতি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭:৪৪, ৭ মে ২০২৫

সংস্কার প্রশ্নে ছাড় দিয়ে ঐকমত্যে আগ্রহী নাগরিক ঐক্য

জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ১১৮টির বিষয়ে একমত হয়েছে নাগরিক ঐক্য। আজ বুধবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে জানানো হয়, সর্বসম্মত সিদ্ধান্তের জন্য প্রয়োজনে ছাড় দিতে প্রস্তুত দলটি।

বৈঠকে নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার বলেন, তাঁরা পূর্বে ১১৪টি প্রস্তাবে একমত ছিলেন, আজ সেটি বেড়ে ১১৮টি হয়েছে। যদিও ৩৮টি সুপারিশে এখনও মতপার্থক্য রয়েছে, তবে তা অনেকটাই নিরসন হয়েছে। বাকি ১০টির বিষয়ে আংশিক একমত হয়েছে দলটি।

সংসদের উচ্চকক্ষ গঠনে কমিশনের প্রস্তাব অনুযায়ী ৫০ শতাংশ প্রতিনিধি সিভিল সোসাইটি থেকে মনোনয়নের বিষয়ে নাগরিক ঐক্য দ্বিমত জানিয়েছে। সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার বলেন, এতে নাগরিক সমাজের নিরপেক্ষতা ও স্বাধীনতা ক্ষুণ্ন হতে পারে। কারণ, প্রতিনিধির মনোনয়ন রাজনৈতিক দল থেকেই আসবে—এতে নাগরিক সমাজ রাজনৈতিক সংশ্লিষ্টতায় আগ্রহী হয়ে পড়তে পারে, যা কাঙ্ক্ষিত নয়।

তবে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী, কোনো দল এক শতাংশ ভোট পেলেই উচ্চকক্ষে প্রতিনিধিত্ব পাওয়ার যে প্রস্তাব, তা সমর্থন করেছে নাগরিক ঐক্য। তারা তিন শতাংশ ভোট বাধ্যতামূলক করার প্রস্তাবের বিরোধিতা করেছে।

৭০ অনুচ্ছেদ প্রসঙ্গে দলটি জানিয়েছে, তারা আস্থা ভোট ও অর্থবিল ছাড়া সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার পক্ষে। এভাবে সীমিত পরিসরে অনুচ্ছেদটির সংস্কার চায় তারা।

সব মিলিয়ে, রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও বৃহত্তর জাতীয় ঐকমত্য গঠনে নাগরিক ঐক্যের নমনীয়তা ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।