ঢাকা   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

"মুসলিম বলেই বাড়ি ভাড়া দেননি কেউ, জানালেন অভিনেতা আলী গনি"

বিনোদন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮:১৬, ৮ মে ২০২৫

ভারতীয় জনপ্রিয় টিভি অভিনেতা আলী গনি সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে ব্যক্তিগত এক বেদনাদায়ক অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে বাড়ি ভাড়া পেতে তাঁকে নানা রকম বৈষম্যের মুখে পড়তে হয়েছে। বিশেষ করে মুসলিম হওয়ায় বহু জায়গায় তাঁকে বাড়ি দিতে অস্বীকৃতি জানানো হয়েছে।

আলী গনি বলেন, “কাশ্মীরি হিসেবে বিনোদন ইন্ডাস্ট্রিতে কখনো বৈষম্য অনুভব করিনি, কিন্তু বাড়ি খোঁজার সময় মুসলিম পরিচয়ের কারণে বহু বাধায় পড়েছি। জেসমিন আর আমি একসঙ্গে বাড়ি খুঁজছিলাম, কিন্তু বহু মালিক বলেছিলেন, ‘মুসলিমদের বাড়ি ভাড়া দিই না।’ এসব বলেছেন অধিকাংশ বয়স্ক মানুষ।”

প্রসঙ্গত, আলী গনি ও অভিনেত্রী জেসমিন ভাসিনের প্রেম শুরু ২০২১ সালে। টিভি শো ‘বিগ বস’-এ বন্ধুত্ব থেকে সম্পর্ক গড়ে ওঠে তাদের। সম্প্রতি তাঁদের বিয়ের গুঞ্জন ছড়ালেও, জেসমিন তা অস্বীকার করেছেন।

সাক্ষাৎকারে জেসমিন বলেন, “বিয়ের গুজব শুনে আমরা খুব হাসাহাসি করেছি। যখন বিয়ে করব, সেটা নিজেরাই জানাবো। আপাতত আমরা দুজনেই ক্যারিয়ার গড়ার দিকেই মনোযোগী।”

আলী গনির অভিজ্ঞতা বর্তমান সমাজে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বৈষম্যের বাস্তব চিত্র তুলে ধরে, যা নিয়ে আরও সংবেদনশীল ও সমতা ভিত্তিক আলোচনা প্রয়োজন।