
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতারা ও ধর্মগুরুরা। শনিবার (১০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা এ সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
শুভেচ্ছা বিনিময়ের সময় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন উপস্থিত ছিলেন। ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের মূল্যবোধকে আরও দৃঢ় করতে এ ধরনের সাক্ষাৎকে গুরুত্ব দিয়েছেন নেতারা।