ঢাকা   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ, স্বস্তি মিলতে পারে সোমবার থেকে

তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ, স্বস্তি মিলতে পারে সোমবার থেকে

মে মাসের শুরুতে আবহাওয়া কিছুটা সহনীয় থাকলেও সপ্তাহের মাঝামাঝি থেকে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। বৃহস্পতিবার থেকে ক্রমেই বাড়তে থাকা তাপমাত্রা শুক্রবার ও শনিবার গিয়ে পৌঁছেছে অসহনীয় পর্যায়ে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এই তাপপ্রবাহ রবিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে সোমবার (১২ মে) থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে, কারণ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবারের সতর্কবার্তায় জানানো হয়েছে, রাজশাহী ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ, আর ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়—৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সারাদেশেই আবহাওয়া থাকবে শুষ্ক এবং আকাশ আংশিক মেঘলা। দিন ও রাতের তাপমাত্রা রবিবার পর্যন্ত প্রায় অপরিবর্তিত থাকবে। তবে সোমবার থেকে ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে চলমান তাপপ্রবাহের প্রভাবও ধীরে ধীরে কমে আসতে পারে।

মঙ্গলবার ও বুধবারও কিছু অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। এরপরের ক’দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে কয়েক দিনের মধ্যেই দেশের মানুষ কিছুটা স্বস্তি পেতে পারে এই দাবদাহের হাত থেকে।