
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনেই ২ হাজার ৩২২টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বুধবার (৭ মে) দিনব্যাপী চালানো এ বিশেষ অভিযানে ডাম্পিং করা হয় ২৮৯টি যানবাহন এবং রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয় আরও ১০১টি গাড়ি।
ডিএমপির পক্ষ থেকে বৃহস্পতিবার (৮ মে) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীতে ট্রাফিক আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং যানজট নিরসনে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি অনুসরণ করা হবে এবং নগরবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।