ঢাকা   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

আবদুল হামিদের নিরব প্রস্থান: ব্যাংককের পথে সাবেক রাষ্ট্রপতি

আবদুল হামিদের নিরব প্রস্থান: ব্যাংককের পথে সাবেক রাষ্ট্রপতি

আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর অবশেষে দেশ ছেড়ে ব্যাংককের পথে পাড়ি জমালেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রাত ১১টার দিকে বিমানবন্দরে পৌঁছান আবদুল হামিদ। সেখানে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে তিনি ব্যাংককের উদ্দেশে রওনা হন।

বিশেষ সূত্রে জানা গেছে, আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে, যা দায়ের করা হয় গত ১৪ জানুয়ারি।

সাবেক রাষ্ট্রপতির এ ধরনের নীরব দেশত্যাগ রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জনের জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, চলমান রাজনৈতিক অস্থিরতা ও বিচারিক প্রক্রিয়ার ভয়ে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।