ঢাকা   বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

আলমারি থাকবে গোছানো, ঝটপট পাবেন পছন্দের পোশাক

জীবনযাপন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২:০৩, ৮ মে ২০২৫

আলমারি থাকবে গোছানো, ঝটপট পাবেন পছন্দের পোশাক

আলমারি খুলতেই যেন মনের মতো পোশাক চোখে পড়ে—এটা সম্ভব, যদি থাকে একটু গোছানোর কৌশল। প্রথমেই দরকার পোশাকগুলোকে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে রাখা। শাড়ি, সালোয়ার-কামিজ, জিনস কিংবা টপস—সব কিছুর জন্য আলাদা সারি রাখলে খুঁজে পেতে সময় নষ্ট হবে না।

এরপর নজর দিন অতিরিক্ত জামাকাপড়ের দিকে। প্রয়োজনের বাইরে থাকা কাপড়গুলো আলাদা করে রাখুন, যাতে প্রিয় বা নতুন পোশাকগুলো হারিয়ে না যায় পুরোনোগুলোর ভিড়ে। চাইলে ব্যবহার করতে পারেন ‘ওয়ান ইন ওয়ান আউট’ পদ্ধতি—নতুন জামা ঢুকলে পুরোনো একটা বের করে দিন। এতে জায়গা যেমন বাড়ে, তেমনি অপ্রয়োজনীয় জিনিস জমে থাকে না।

শুধু শুকনো কাপড় এক জায়গায় না রেখে, সেটাকেও সাজিয়ে রাখুন ঠিক ক্যাটাগরিভিত্তিক। এতে করে আলমারি খুললেই থাকবে পরিষ্কার ও পরিপাটি দৃশ্য।

সবচেয়ে ভালো হয় যদি আলমারি নিজের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড হয়। তাতে ঝুলিয়ে কিংবা ভাঁজ করে পোশাক রাখার সুযোগ বাড়ে, আর আলমারির প্রতিটি কোণ হয় কাজে লাগানো। ভার্টিক্যাল স্পেস বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করলেই জায়গা যেমন বাঁচে, তেমনি থাকে একদম গুছানো পরিবেশ।