ঢাকা   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

খালেদা জিয়ার আগমন, গণতন্ত্রে নতুন সম্ভাবনার বার্তা দিলেন ফখরুল

খালেদা জিয়ার আগমন, গণতন্ত্রে নতুন সম্ভাবনার বার্তা দিলেন ফখরুল

চার মাস চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত বিপুল সংখ্যক বিএনপি নেতা–কর্মীর ঢল নামে। ফুটপাতজুড়ে ব্যানার, ফেস্টুন, ফুল আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সকালে ভিআইপি টার্মিনালের সামনে দাঁড়িয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘খালেদা জিয়ার দেশে ফেরা শুধু আবেগ নয়, এটি গণতন্ত্রের উত্তরণের পথকে সহজ করবে এবং রাজনৈতিক শক্তির নতুন বিকাশ ঘটাবে।’ তিনি এ দিনকে দেশের জন্য ‘উল্লেখযোগ্য’ বলে মন্তব্য করেন।

দলীয় নির্দেশনা অনুযায়ী, নেতা–কর্মীরা সকাল থেকেই সড়কের পাশের ফুটপাতে জড়ো হতে থাকেন। অনেকেই খালেদা জিয়ার ছবিসংবলিত টি-শার্ট পরে, মাথায় ব্যান্ড বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে দাঁড়ান। বিভিন্ন এলাকায় জড়ো হয়ে তাঁরা দলীয় স্লোগান দিতে থাকেন।

বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত বিভিন্ন মোড়ে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডন গিয়েছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে। সেই একই বিমানে তিনি দেশে ফিরেছেন। তাঁর ফিরে আসা রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ ও সম্ভাবনার আভাস দিচ্ছে বলে মত বিশ্লেষকদের।