
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামীকাল মঙ্গলবার (৬ মে) লন্ডন থেকে দেশে ফিরছেন। তাঁর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় জনসমাগম ও যানজটের সম্ভাবনা থাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার ডিএমপি এক গণবিজ্ঞপ্তিতে জানায়, খালেদা জিয়ার আগমন উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিমানবন্দর থেকে গুলশানের বাসভবনে যাওয়ার পথে তাকে স্বাগত জানাতে দলের নেতাকর্মীদের অংশগ্রহণে রাস্তায় বড় জমায়েত হতে পারে। এজন্য গুলশান থেকে এয়ারপোর্ট পর্যন্ত মূল সড়কে না থেকে ফুটপাতে অবস্থান করতে অনুরোধ জানানো হয়েছে।
এ সময় বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি। যেমন—আব্দুল্লাপুর-মিরপুর বেড়িবাঁধ হয়ে গাবতলী, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এবং উত্তরা-মিরপুর বাইপাস রুট। এছাড়া সেনানিবাস রুট হালকা যানবাহনের জন্য সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে।
সিএনজি ও মোটরসাইকেল নির্ধারিত গতিসীমা ও নিরাপত্তাবিধি মেনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে। এদিকে, রেলওয়ে কর্তৃপক্ষ টঙ্গী, তেজগাঁও ও এয়ারপোর্ট স্টেশনে সব আন্তঃনগর ট্রেনকে ২ মিনিট থামানোর ঘোষণা দিয়েছে। বিশেষভাবে একটি অতিরিক্ত শাটল ট্রেনও চলবে কমলাপুর-টঙ্গী রুটে।
বিদেশগামী যাত্রী, হজযাত্রী ও এসএসসি পরীক্ষার্থীদের সময় হাতে নিয়ে রওনা দেওয়ার অনুরোধ করেছে ডিএমপি। একই সঙ্গে মেট্রোরেল ব্যবহারের আহ্বান জানিয়েছে মিরপুর ও উত্তরাবাসীর প্রতি।
সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে, কেউ যেন লাঠি, ব্যাগ বা যানবাহন নিয়ে অভ্যর্থনায় না আসে এবং মোটরসাইকেল দিয়ে সড়কে অবস্থান না করে। ডিএমপি এসব নির্দেশনা মেনে চলার জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করেছে।