ঢাকা   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ঈদের ভারসাম্যে খোলা থাকবে দুই শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান

ঈদের ভারসাম্যে খোলা থাকবে দুই শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) ছুটি ঘোষণার কারণে শিক্ষা মন্ত্রণালয় এক নতুন নির্দেশনা জারি করেছে। এই ছুটির ভারসাম্য আনতে ঈদের আগের দুই শনিবার—১৭ ও ২৪ মে—দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পাঠানো এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। সিনিয়র সহকারী সচিব জাবের মো. সোয়াইব স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সরকারি নির্দেশ অনুযায়ী ১৭ ও ২৪ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিন হলেও অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা রাখতে হবে।

চিঠিতে আরও জানানো হয়, সরকার ঈদ উপলক্ষে ছুটির পরও গ্রীষ্মকালীন অবকাশের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। স্কুল পর্যায়ে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি চলবে ১ থেকে ১৯ জুন পর্যন্ত, সরকারি কলেজে ৩ থেকে ১২ জুন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ থেকে ২৩ জুন পর্যন্ত।

এই ছুটির ভারসাম্য নিশ্চিত করতেই ঈদের আগে দুই শনিবার অতিরিক্ত ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম চালু রাখতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। তাই যারা ভাবছেন ঈদের আগে স্কুল-কলেজে আর ক্লাস নেই—তাদের জন্য এ এক নতুন বার্তা!