
এপ্রিল মাসে দেশের অর্থনৈতিক সম্প্রসারণের গতি উল্লেখযোগ্য হারে কমেছে। পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) সূচকে দেখা গেছে, মার্চের তুলনায় এপ্রিল মাসে সূচক কমেছে ৮ দশমিক ৮ পয়েন্ট। মার্চে যেখানে পিএমআই ছিল ৬১.৯, এপ্রিল শেষে তা নেমে এসেছে ৫২.৯-এ।
পিএমআই সূচক ৫০-এর ওপরে থাকলে অর্থনীতির সম্প্রসারণ বোঝায় এবং ৫০-এর নিচে সংকোচন। সূচকটি শূন্য থেকে ১০০ এর মধ্যে পরিমাপ করা হয়।
তবে সূচক কমলেও আশার আলো রয়েছে। এপ্রিলেও দেশের অর্থনীতির প্রধান চারটি খাত—কৃষি, উৎপাদন, নির্মাণ ও পরিষেবা—সবই সম্প্রসারণের মধ্যেই ছিল। কৃষি খাত সাত মাস, উৎপাদন খাত টানা আট মাস, নির্মাণ খাত পাঁচ মাস এবং পরিষেবা খাত সাত মাস ধরে সম্প্রসারিত হচ্ছে।
এই পরিস্থিতি নিয়ে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এম মাসরুর রিয়াজ বলেন, “পিএমআই সূচক বলছে খাতগুলো সম্প্রসারিত হচ্ছে, কিন্তু গতি কিছুটা ধীর। এপ্রিল মাসের সূচক অক্টোবরের পর সর্বনিম্ন। এর পেছনে দীর্ঘ ছুটি, পোশাক খাতে যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব এবং জ্বালানি সরবরাহ সমস্যা ভূমিকা রেখেছে।”
ভবিষ্যদ্বাণী হিসেবে বলা হচ্ছে, উৎপাদন ও নির্মাণ খাতে শক্তিশালী প্রবৃদ্ধি অব্যাহত থাকবে, তবে কৃষিতে সম্প্রসারণ হবে ধীরগতির।
পিএমআই সূচক গত বছর জুলাই মাসে কোটা সংস্কার ও সরকারবিরোধী আন্দোলনের সময় ৩৬.৯ পয়েন্টে নেমে গিয়েছিল। পরে তা বাড়তে বাড়তে অক্টোবরে পৌঁছায় ৫৫.৭ পয়েন্টে। তারপর থেকে অর্থনীতি সম্প্রসারণের ধারায় থাকলেও এপ্রিল মাসে তা প্রথমবারের মতো বড় ধরনের ধীরগতির ইঙ্গিত দিয়েছে।
এই সূচক যৌথভাবে তৈরি করছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ।