
দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে এবং সরকারের নীতিগত স্থিতিশীলতা অব্যাহত থাকলে এটিকে ৪ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব—এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
আজ বৃহস্পতিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত 'ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও মেলা'র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা যদি একদিকে টাকা ছাপাই আর বলি মূল্যস্ফীতি কমে না—তাহলে তো হবে না। আমাদের কঠোর নীতিতে থাকতে হবে এবং সেটিই অনুসরণ করা হচ্ছে।”
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৯.১৭ শতাংশ, যা আগের মাসের তুলনায় কিছুটা কম। খাদ্য মূল্যস্ফীতি যেখানে আগে ছিল ১৪ শতাংশ, এখন তা সাড়ে ৮ শতাংশে নেমে এসেছে।
নারীর অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন গভর্নর মনসুর। তিনি জানান, দেশের ব্যাংক খাতে মোট ঋণের মাত্র ৬ শতাংশ নারীদের হাতে যাচ্ছে, যা অগ্রহণযোগ্য। নারী উদ্যোক্তাদের জন্য ঋণ প্রদানে কেন্দ্রীয় ব্যাংকের তহবিল নয়, বরং ব্যাংকগুলোর নিজস্ব তহবিল ব্যবহার করার ওপর তিনি গুরুত্ব দেন।
চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে ৬৮ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন। ১১ মে সমাপনী দিনে ছয়জন নারী উদ্যোক্তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
এ আয়োজন ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত নিয়মিত হলেও করোনা ও অন্যান্য কারণে গত চার বছর বন্ধ ছিল। এবার পুনরায় শুরু হওয়া এই আয়োজন নারী উদ্যোক্তাদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।