ঢাকা   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ভারত-পাকিস্তান উত্তেজনায় রুট বদলাল ঢাকাগামী তিন ফ্লাইট

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭:৫৯, ৭ মে ২০২৫

ভারত-পাকিস্তান উত্তেজনায় রুট বদলাল ঢাকাগামী তিন ফ্লাইট

ভারত-পাকিস্তান সীমান্তে মঙ্গলবার রাতভর ক্ষেপণাস্ত্র বিনিময়ের ঘটনায় আকাশপথে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে নিরাপত্তার স্বার্থে বাংলাদেশগামী তিনটি আন্তর্জাতিক ফ্লাইট তাদের নির্ধারিত রুট পরিবর্তন করে।

পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে বাংলাদেশে আসার কথা ছিল তুরস্ক থেকে টার্কিশ এয়ারলাইনসের (TK-712) একটি ফ্লাইট এবং কুয়েত সিটি থেকে জাজিরা এয়ারওয়েজের দুটি ফ্লাইট (J9-531 ও J9-533)। কিন্তু ভারত-পাকিস্তান আকাশপথ অনিরাপদ বিবেচনায় তারা ভিন্ন পথে যেতে বাধ্য হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাজিরা এয়ারওয়েজের J9-531 ফ্লাইটটি ঢাকায় না এসে দুবাইয়ে নামে এবং J9-533 ফ্লাইটটি উড্ডয়নের পর আবার কুয়েতে ফিরে যায়।

তিনি আরও জানান, আজ সকাল থেকেই এসব ডাইভার্টেড ফ্লাইট ধাপে ধাপে ঢাকায় পৌঁছাতে শুরু করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।