ঢাকা   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

পরিচালকদের বেনামি ঋণও নিয়ন্ত্রণে

পরিচালকদের বেনামি ঋণও নিয়ন্ত্রণে

ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে ব্যাংক পরিচালকদের ঋণ নেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি জারি করা নির্দেশনায় বলা হয়েছে, কোনো পরিচালক এখন থেকে ব্যাংকের পরিশোধিত মূলধনের ৫০ শতাংশের বেশি ঋণ নিতে পারবেন না এবং এক কোটি টাকার বেশি ঋণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি বাধ্যতামূলক।

শুধু পরিচালক নয়, তাঁদের সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান, এমনকি বেনামি ও সুবিধাভোগী ঋণও এই নীতিমালার আওতায় পড়বে। এ ছাড়া কোনো ব্যাংক টিয়ার-১ মূলধনের ১০ শতাংশের বেশি ঋণ কোনো পরিচালক–সংশ্লিষ্ট পক্ষকে দিতে পারবে না। এসব সীমা অতিক্রম করলে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ ব্যাংক ও পরিচালনা পর্ষদকে জানিয়ে সংশোধন পরিকল্পনা দাখিল করতে হবে। নতুন নিয়মে এমডি ও সিইওদের জন্যও বাড়তি বিধিনিষেধ রয়েছে—তাঁরা জামানতবিহীন ঋণ পাবেন না এবং কর্মচারী ঋণের সুযোগ থেকেও বঞ্চিত থাকবেন। এসব পদক্ষেপের মাধ্যমে বেনামি ঋণ ও অনিয়ম নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ব্যাংকিং খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। আগামী সেপ্টেম্বর থেকেই এসব তথ্য নিয়মিতভাবে কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে।