ঢাকা   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সরকারি বিনিয়োগে এগিয়ে যাচ্ছে ’শিখো’, প্রযুক্তিনির্ভর শিক্ষায় নতুন দিগন্ত

অর্থ ও বাণিজ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬:৪২, ৮ মে ২০২৫

সরকারি বিনিয়োগে এগিয়ে যাচ্ছে ’শিখো’, প্রযুক্তিনির্ভর শিক্ষায় নতুন দিগন্ত

দেশীয় শিক্ষা প্রযুক্তি (এডটেক) খাতের অন্যতম উদীয়মান প্রতিষ্ঠান ‘শিখো’ পেয়েছে নতুন বিনিয়োগ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন সরকারি উদ্যোগ ‘স্টার্টআপ বাংলাদেশ’-এর নেতৃত্বে এই বিনিয়োগ রাউন্ডে অংশ নিয়েছেন তিনজন দেশি বিনিয়োগকারীও—ওয়াসিকুর রহমান, কাজী জিশান রাবেত হাসান এবং কাজী জাহিন শাহপর হাসান। নতুন বিনিয়োগ যুক্ত হওয়ার ফলে শিখোর মোট বিনিয়োগ অতিক্রম করেছে ৮০ লাখ মার্কিন ডলার।

২০১৯ সালে যাত্রা শুরু করা এই স্টার্টআপটি দুই বছর আগে ৯ কোটি ৬০ লাখ টাকার বিনিয়োগ পেয়েছিল, যা সেই সময় পর্যন্ত মোট ৬৭ লাখ ডলার বিনিয়োগে পৌঁছায়। নতুন এই বিনিয়োগকে শিখোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহির চৌধুরী বলছেন “একটি ঐতিহাসিক মুহূর্ত”, যা তাদের বিগত কাজের স্বীকৃতি ও ভবিষ্যতের জন্য দিকনির্দেশনা।

সরকারের পক্ষ থেকে স্টার্টআপ বাংলাদেশের চেয়ারম্যান ও আইসিটি বিভাগের সচিব শিশ হায়দার চৌধুরী বলেন, “শিক্ষা আমাদের জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান স্তম্ভ। শিখোর ডিজিটাল শিক্ষা সমাধান সহজে প্রসারযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং বাস্তবমুখী। দেশি উদ্ভাবকদের পাশে দাঁড়িয়ে আমরা ভবিষ্যতের শিক্ষায় বিনিয়োগ করছি।”

শিখোর কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এ বিনিয়োগের মাধ্যমে তারা একটি অন্তর্ভুক্তিমূলক, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা ইকোসিস্টেম গড়ে তুলতে চায়। এই প্রযুক্তিনির্ভর কাঠামো শহর ও গ্রামীণ—উভয় এলাকার শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য সমানভাবে কার্যকর ও সহজলভ্য হবে। তাদের লক্ষ্য, আধুনিক শিক্ষা পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা।