
দীর্ঘ ১৫ বছর পর নিজ গ্রামের মঞ্চে গান গাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। মুন্সিগঞ্জের শ্রীনগরের দক্ষিণ পাইকশা গ্রামের সেই কনসার্টে এক অনন্য মুহূর্ত ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এক খুদে দর্শকের বারবার “রাত নির্ঘুম” গানের অনুরোধ ঘিরে তৈরি হয়েছে নানা মিম আর আলোচনা। মজার ব্যাপার হলো, এই ছোট্ট ভক্ত আর কেউ নয়—হাবিবের জ্যেষ্ঠ পুত্র আলীম ওয়াহিদ!
হাবিব জানান, প্রতিটি শোতেই আলীম তাঁর পাশে থাকে, এমনকি তাঁর প্লেলিস্টও মুখস্থ। কনসার্টে যখন দর্শকদের কাছ থেকে গানের অনুরোধ নিচ্ছিলেন, তখন আলীম বারবার কানের কাছে গিয়েও "রাত নির্ঘুম" গাওয়ার কথা বলছিল। কিন্তু হাবিব মনোযোগ দিচ্ছিলেন দর্শকদের দিকেই। এই মুহূর্তই ক্যামেরাবন্দি হয়ে ভাইরাল হয়, যা দেখে অনেকেই চিনে ফেলেন আলীমকে।
হাবিব বলেন, আলীম শুধু গান পছন্দ করে না, বরং প্রতিটি কনসার্টে তিনি কীভাবে পারফর্ম করছেন, নতুন কোনো সদস্য কেমন বাজাচ্ছেন, এমন অনেক কিছুই খেয়াল রাখে। এ ছাড়া স্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিন প্রজন্ম—ফেরদৌস ওয়াহিদ, হাবিব ও আলীম—একসঙ্গে মঞ্চে গান গেয়ে তাক লাগিয়ে দেন। সেই অনুষ্ঠানেও আলীমের ড্রামস বাজানোর ভিডিও ভাইরাল হয়েছিল।
বর্তমানে ড্রামসের পাশাপাশি গিটারেও আগ্রহী হয়ে উঠেছে আলীম। ইউটিউব এবং বাবার গিটারিস্টদের থেকে নিয়মিত শেখার চেষ্টা করছে সে। ছেলের এমন আগ্রহে গর্বিত হাবিব বলেন, “নিজেকে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ মনে হচ্ছে।”