ঢাকা   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

এক রাতে ভেঙে পড়া সংসার, মায়ের হাতে ঘুরে দাঁড়ানোর গল্প বললেন বাপ্পা

এক রাতে ভেঙে পড়া সংসার, মায়ের হাতে ঘুরে দাঁড়ানোর গল্প বললেন বাপ্পা

সংগীতশিল্পী বাপ্পা মজুমদার স্মরণ করলেন তাঁর মা ইলা মজুমদারের সংগ্রামী জীবনের অনন্য অধ্যায়—যেদিন বাবা পণ্ডিত বারীণ মজুমদারকে ফিল্মি স্টাইলে মিউজিক কলেজ থেকে বের করে দেওয়া হয়, বাসায় ফিরে তিনি গ্রেপ্তার হন, আর মায়ের কাঁধে এসে পড়ে পুরো সংসারের দায়িত্ব।

আজ ৩ মে, মায়ের ১৪তম মৃত্যুবার্ষিকীতে কানাডা থেকে নিজের ফেসবুক পোস্টে বাপ্পা লিখেছেন, কীভাবে এক রাতেই তাঁরা বাস্তুহারা হয়েছিলেন, কীভাবে ইলা মজুমদার দাঁড়িয়ে গিয়েছিলেন একা—চাকরি নিয়েছিলেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে, চালিয়ে গিয়েছিলেন জীবনযুদ্ধ।

বাপ্পার ভাষায়, "মা শুধু একজন স্ত্রী বা মা ছিলেন না, তিনি ছিলেন একজন সুপার হিউম্যান। আজ যদি আমাদের অস্তিত্ব টিকে থাকে, তার সর্বময় কৃতিত্ব আমার মায়ের, ইলা মজুমদারের।"

সংগীতচর্চায় গড়ে ওঠা তাঁদের সিদ্ধেশ্বরীর বাসার স্মৃতিচারণা করতেও ভোলেননি বাপ্পা। বাবা বারীণ মজুমদার সম্পর্কে বলেন, “তিনি অসম্ভব দায়িত্বশীল স্বামী ও পিতা ছিলেন, দিনে ১০–১২ ঘণ্টা রেওয়াজ করতেন, গাছপালা ভালোবাসতেন, রান্না করতেন, ছেলেমেয়েদের পড়াশোনার খেয়াল রাখতেন।”

বারীণ মজুমদার ১৯৮৩ সালে একুশে পদক ও ২০০২ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। আর আজ, তাঁর স্ত্রী ইলার আত্মত্যাগ ও শক্তিময়তা বাপ্পার স্মৃতিচারণে হয়ে উঠেছে এক জীবন্ত অনুপ্রেরণা।