ঢাকা   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

নায়ক হওয়ার আগের শাহরুখ: কলেজজীবনের বিরল ছবি ঘিরে নস্টালজিয়া

নায়ক হওয়ার আগের শাহরুখ: কলেজজীবনের বিরল ছবি ঘিরে নস্টালজিয়া

সিনেমার পর্দায় ঝলমলে উপস্থিতি নয়, বরং এক সাধারণ তরুণ—সেই চেনা নয়, অচেনা শাহরুখ খানের কলেজজীবনের কিছু দুর্লভ ছবি এখন ভাইরাল নেটদুনিয়ায়। ছবিগুলোতে দেখা যাচ্ছে, হিন্দি সিনেমায় পা রাখার আগের এক নির্মল, স্বাভাবিক শাহরুখকে। গতকাল থেকে ছড়িয়ে পড়া এসব ছবি নিয়ে প্রথমে অনেকে সন্দেহ প্রকাশ করেন—বলেন, এ হয়তো এআই দিয়ে বানানো। তবে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস নিশ্চিত করেছে, ছবিগুলো একেবারেই আসল এবং সেগুলো শাহরুখ খানের কলেজজীবনের সময়কার।

এই অমূল্য স্মৃতিচিহ্নগুলো প্রকাশ করেছেন অভিনেতা অমর তিওয়ারি, যিনি ২০০১ সালের সুপারহিট সিনেমা ‘কাভি খুশি কাভি গম’-এ শাহরুখের সঙ্গে অভিনয় করেছিলেন। অমর ছবিগুলো নিজের ইনস্টাগ্রামে শেয়ার করার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভক্তদের চোখে মুখে উঠে আসে নস্টালজিয়ার আবেশ।

অমর জানান, ছবিগুলো ১৯৯০ সালের দিকে তোলা, তখন শাহরুখ মঞ্চনাটকের সঙ্গে যুক্ত ছিলেন। একটি ছবিতে দেখা যাচ্ছে, শাহরুখের পাশে দাঁড়িয়ে রয়েছেন অমরের ছেলে মনোজও। ছবিগুলোর ক্যাপশনে অমর লেখেন, “পুরোনো ছবি দেখতে দেখতে যেন সময়টা ফিরে পেলাম।”

উল্লেখ্য, ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় শাহরুখের। আর ১৯৯৩ সালে ‘বাজিগর’‘ডর’ সিনেমা তাঁকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমা দিয়ে তিনি পরিণত হন বলিউডের কিং খানে।

শাহরুখের অতীতকে এমন কাছ থেকে দেখা ভক্তদের জন্য নিঃসন্দেহে এক আবেগঘন অভিজ্ঞতা।