ঢাকা   রোববার ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

“এসএসসিতে নম্বর কাঠামোয় বড় রদবদল, নতুন নিয়মে পরীক্ষা ২০২৬ থেকে”

শিক্ষা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:৫২, ১৭ মে ২০২৫

সর্বশেষ

“এসএসসিতে নম্বর কাঠামোয় বড় রদবদল, নতুন নিয়মে পরীক্ষা ২০২৬ থেকে”

এসএসসি ও সমমান পরীক্ষার কাঠামোয় বড় পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। প্রকাশিত নতুন নম্বর বিভাজন অনুযায়ী, ৩টি বিষয় বাদে বাকি সব বিষয়ের পূর্ণমান হবে ১০০ নম্বর। প্রতিটি বিষয়ের মধ্যে সৃজনশীল, সংক্ষিপ্ত উত্তর, বর্ণনামূলক ও বহুনির্বাচনী প্রশ্নের নম্বর নির্ধারণ করে দেওয়া হয়েছে।

এই নতুন নম্বর কাঠামো ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রথমবারের মতো কার্যকর হবে। ফলে বর্তমানে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরাই প্রথমবারের মতো এই নিয়মে পরীক্ষায় অংশ নেবে।

নতুন কাঠামোয় বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ব্যবসায় শিক্ষা, ধর্মীয় শিক্ষা, চারু ও কারুকলা, সংগীতসহ প্রায় সব বিষয়ের পূর্ণমান ১০০ নম্বর। শুধু শারীরিক শিক্ষা, ক্যারিয়ার শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে পরীক্ষা হবে ৫০ নম্বরের

এই নম্বর কাঠামোতে শিক্ষার্থীদের নানা ধরনের প্রশ্নের জন্য প্রস্তুত থাকতে হবে। সৃজনশীলতা, বিশ্লেষণী চিন্তা ও বাস্তবভিত্তিক জ্ঞান যাচাইয়ের জন্যই এমন পরিবর্তন বলে জানিয়েছে এনসিটিবি।


 

সর্বশেষ