ঢাকা   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

“ফের চালু হতে পারে প্রাথমিকে বৃত্তি পরীক্ষা”

“ফের চালু হতে পারে প্রাথমিকে বৃত্তি পরীক্ষা”

প্রাথমিক শিক্ষায় বৃত্তি পরীক্ষা পুনরায় চালুর পরিকল্পনা করছে সরকার। শনিবার (১০ মে) রাজধানীর মিরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন এবং পদক প্রদান অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার।

তিনি বলেন, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা ফের চালুর ব্যাপারে সরকার ভাবছে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে।

শিক্ষকদের সম্মান ও মর্যাদা প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র এখনও শিক্ষকদের যথাযথ সম্মানী দিতে পারছে না, তবে বর্তমান সরকার সেই সম্মান নিশ্চিত করতে কাজ করছে।

শিক্ষায় বৈষম্য দূরীকরণকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে উপদেষ্টা জানান, শিশুদের প্রতিভা বিকাশের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করাই সরকারের দায়িত্ব।

একই অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, বাণিজ্যিকিকরণের ফলে শিক্ষার গুরুত্ব কমে যাচ্ছে। তিনি জানান, দেশের প্রায় ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে এখনও প্রধান শিক্ষক নেই, যা শিক্ষা পরিচালনায় বড় অন্তরায়।

এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ১৪টি ক্যাটাগরিতে ১৫০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।