ঢাকা   রোববার ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

‘নিরপেক্ষতা না থাকলে রাজস্ব সংস্কার নয়’—অধ্যাদেশ স্থগিতের দাবি টিআইবির

অর্থ ও বাণিজ্য

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৪, ১৭ মে ২০২৫

সর্বশেষ

‘নিরপেক্ষতা না থাকলে রাজস্ব সংস্কার নয়’—অধ্যাদেশ স্থগিতের দাবি টিআইবির

রাজস্ব বিভাগকে সরকারের নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণমুক্ত রেখে স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাঠামো গঠনের পরামর্শ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, হঠাৎ অধ্যাদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুইটি পৃথক বিভাগ গঠন করলেও তা প্রকৃতপক্ষে স্বাধীনতা হরণ এবং স্বার্থান্বেষী মহলের সুযোগ তৈরির পথ খুলে দিয়েছে।

টিআইবি বলেছে, এনবিআর সংস্কারের লক্ষ্যে গঠিত পরামর্শক কমিটির সুপারিশ উপেক্ষা করে যে প্রক্রিয়ায় নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে, তা প্রশ্নবিদ্ধ। এতে রাজস্ব নীতির প্রণয়ন ও বাস্তবায়ন উভয়ই অর্থ মন্ত্রণালয়ের অধীনে চলে গেছে—যা স্বাধীন রাজস্বব্যবস্থার বিপরীতমুখী পদক্ষেপ।

সংস্থার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবমুক্ত আইনি কাঠামো থাকা জরুরি। অথচ এই পরিবর্তন সেই উদ্দেশ্য থেকে বিচ্যুত।” তিনি আরও জানান, বিকেন্দ্রীকরণের নামে এই পদক্ষেপ সরকারের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করার সুযোগ করে দিয়েছে, যার ফলে করনীতি ও বাস্তবায়নের ক্ষেত্রে স্বার্থের দ্বন্দ্ব, দুর্নীতি ও অনিয়মের ঝুঁকি বাড়বে।

টিআইবি আরও বলেছে, এ ধরনের তড়িঘড়ি সিদ্ধান্ত রাজস্ব আহরণ ব্যবস্থার মৌলিক সমস্যাগুলো যেমন—হয়রানি, কর ফাঁকি, জালিয়াতি ও দুর্নীতি—সমাধান করবে না। বরং এসব সমস্যা আরও প্রাতিষ্ঠানিক রূপ পাবে। সংস্থাটি দাবি করেছে, অবিলম্বে অধ্যাদেশটি স্থগিত করে বিশেষজ্ঞ ও অংশীজনদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে রাজস্ব কাঠামো ঢেলে সাজাতে হবে।

শেষে টিআইবি হুঁশিয়ারি দিয়ে জানায়, বর্তমান কাঠামোতে থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ তো দূরের কথা, বরং এটি দেশের রাজস্ব ব্যবস্থায় দীর্ঘমেয়াদি ক্ষতি ডেকে আনবে। তাই রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক জবাবদিহির মাধ্যমেই কার্যকর পরিবর্তন সম্ভব বলে মন্তব্য করেছে সংস্থাটি।

সর্বশেষ