ঢাকা   রোববার ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

এনবিআর বিলুপ্তির প্রতিবাদে রোববারও কলমবিরতি, সীমিত পরিসরে চলবে কাজ

অর্থ ও বাণিজ্য

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২২:৫১, ১৭ মে ২০২৫

সর্বশেষ

এনবিআর বিলুপ্তির প্রতিবাদে রোববারও কলমবিরতি, সীমিত পরিসরে চলবে কাজ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি নতুন বিভাগ গঠনের প্রতিবাদে শুল্ক, কর ও ভ্যাট কর্মকর্তাদের কলমবিরতি কর্মসূচি আরও এক দিন বাড়ানো হয়েছে। আগামীকাল রোববার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত দেশব্যাপী সব কর, ভ্যাট ও শুল্ক অফিসে কর্মবিরতি পালন করবেন কর্মকর্তা-কর্মচারীরা।

এ কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ, যেখানে ক্যাডার ও নন–ক্যাডার উভয় পর্যায়ের কর্মকর্তারা একত্রিত হয়েছেন। আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কর কমিশনার মো. আসাদুজ্জামান ও উপকমিশনার নিপুণ চাকমাসহ অন্যান্য নেতারা এই ঘোষণা দেন।

গত সোমবার রাতে জারি করা এক অধ্যাদেশে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে গঠিত হয়েছে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’। এই সিদ্ধান্তের বিরুদ্ধে গত বুধবার, বৃহস্পতিবার ও শনিবার তিন দিনের কলমবিরতি পালিত হয়, যার মেয়াদ এখন রোববার পর্যন্ত বাড়ানো হলো।

তবে কলমবিরতির মধ্যেও সীমিত পরিসরে আন্তর্জাতিক যাত্রীসেবা, বাজেট কার্যক্রম ও রপ্তানি সংশ্লিষ্ট কার্যক্রম চালু থাকবে বলে জানান আন্দোলনকারী নেতারা।

এই কর্মসূচির ফলে রাজস্ব আদায়ে বড় ধরনের স্থবিরতা তৈরি হচ্ছে বলে আশঙ্কা করছে অর্থনীতি সংশ্লিষ্ট মহল। আন্দোলনকারীদের দাবি, হঠাৎ এনবিআর বিলুপ্তির সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির দীর্ঘস্থায়ী কাঠামোগত স্থিতিশীলতা ও কার্যকারিতাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। তারা বলছেন, এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরিপূর্ণ আলোচনা ও অংশগ্রহণ নিশ্চিত করা উচিত ছিল।

সর্বশেষ