ঢাকা   রোববার ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

 স্লোভেনিয়ায় নিজের শহর থেকেই ’উধাও’ মেলানিয়া ট্রাম্পের মূর্তি!

বিশেষ প্রতিবেদন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২:৩০, ১৭ মে ২০২৫

সর্বশেষ

 স্লোভেনিয়ায় নিজের শহর থেকেই ’উধাও’ মেলানিয়া ট্রাম্পের মূর্তি!

স্লোভেনিয়ার সেভনিকা শহরের সাভা নদীর তীরে স্থাপন করা হয়েছিল যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের একটি ব্রোঞ্জের মূর্তি। ২০২০ সালের জুলাইয়ে উন্মোচন করা মূর্তিটি চার বছর পর হঠাৎ করেই উধাও হয়ে গেছে। বর্তমানে ওই স্থানে পড়ে আছে শুধু মূর্তির গোড়ালি অংশ আর দুই মিটার উঁচু একটি গাছের গুঁড়ি, যার ওপর মূর্তিটি দাঁড়িয়ে ছিল।

এটি মেলানিয়াকে ঘিরে সেভনিকায় হারিয়ে যাওয়া প্রথম স্মৃতিচিহ্ন নয়। এর আগে ২০১৯ সালে কাঠ দিয়ে তৈরি প্রথম মূর্তিটি অজ্ঞাতপরিচয় কেউ আগুনে পুড়িয়ে দিয়েছিল। পরে মার্কিন শিল্পী ব্র্যাড ডাউনি মূর্তির ব্রোঞ্জ সংস্করণ তৈরি করে ফের স্থাপন করেন। ডাউনির ভাষ্যে, মূর্তিটি রাজনৈতিক বার্তা বহন করে—মেলানিয়ার দ্রুত নাগরিকত্বপ্রাপ্তি এবং ট্রাম্পের অভিবাসনবিরোধী নীতির মধ্যে বিরোধ তুলে ধরতেই তিনি এই শিল্পকর্ম করেন।

তবে, যতই টেকসই উপকরণে তৈরি হোক, মূর্তিটি উধাও হয়ে যাওয়ার ঘটনা প্রমাণ করে, সেটি রক্ষা করা যায়নি। স্থানীয় পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং এটিকে চুরির ঘটনা ধরে এগোচ্ছে।

এ নিয়ে সেভনিকার স্থানীয়দের প্রতিক্রিয়া মিশ্র। কেউ কেউ সরকারি সম্পত্তিতে অনুপ্রবেশের নিন্দা করছেন, আবার অনেকেই বলছেন, মেলানিয়া ট্রাম্পের এই মূর্তি নিয়ে তাঁদের গর্বিত হওয়ার কিছু নেই। মেলানিয়ার জন্ম সেভনিকাতেই, জন্মনাম ছিল মেলানিয়া ক্নাভস। এখন তাঁর নিজ শহরেই আর দেখা মিলছে না তাঁর প্রতিচ্ছবি।

সর্বশেষ