ঢাকা   রোববার ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ঐতিহ্যের টানে রাজশাহী অঞ্চলের শতবর্ষী মেলাগুলো—জেনে নিন কোথায়, কখন বসে

ভ্রমণ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২:১৬, ১৭ মে ২০২৫

সর্বশেষ

ঐতিহ্যের টানে রাজশাহী অঞ্চলের শতবর্ষী মেলাগুলো—জেনে নিন কোথায়, কখন বসে

ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় আবেগ মিলিয়ে রাজশাহী অঞ্চল ও এর আশপাশে বসে শতবর্ষী কিছু ঐতিহাসিক মেলা। কারও বয়স ২০০, আবার কোনওটি ৫০০ বছরের পুরনো। ঈদ, সরস্বতীপূজা, রাম নবমী কিংবা নবান্ন উৎসব—নানা উপলক্ষে বসা এই মেলাগুলোতে মিলেমিশে যান ধর্ম–বর্ণ নির্বিশেষে নানা শ্রেণির মানুষ। জেনে নিন কখন, কোথায় বসে এসব প্রাণবন্ত মেলা:

 ঈদমেলা, বাঘা (রাজশাহী)
প্রায় ৫০০ বছর ধরে ঈদের দিন শুরু হয় এই ঐতিহ্যবাহী মেলা, যা চলে সপ্তাহজুড়ে, কখনোবা মাসব্যাপী। ইসলাম প্রচারক হজরত শাহ মোয়াজ্জেম দানিশমন্দ শাহ দৌলা (রহ.)–এর মাজারকে কেন্দ্র করে মাজার ওয়াক্ফ এস্টেটের আয়োজনে চলে এই মেলা। এখানে ধর্মীয় অনুষ্ঠান ও তবারক বিতরণের পাশাপাশি থাকে সার্কাস, নাগরদোলা, মৃত্যুকূপ, জাদু শো, আসবাব ও মিষ্টির দোকান—সব মিলিয়ে এক জমজমাট উৎসব।

 দইমেলা, তাড়াশ (সিরাজগঞ্জ)
প্রায় ৩০০ বছর ধরে সরস্বতীপূজা উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে বসে দইমেলা। বগুড়া, রাজাপুর, শেরপুরসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা আসেন ক্ষীরশা, টক দই, শ্রীপুরী ও নানা ধরনের বিখ্যাত দই নিয়ে। ভোজনরসিক ক্রেতাদের মিলনমেলা হয়ে ওঠে এই আয়োজন।

 মাছমেলা, উথলী (বগুড়া)
অগ্রহায়ণের নবান্ন উৎসবকে কেন্দ্র করে শিবগঞ্জের উথলীতে বসে এক দিনের মাছমেলা। ভোর থেকেই জমে ওঠে বাজার, দোকানে সাজানো থাকে রুই, কাতলা, বোয়াল, চিতল, বিগ হেডসহ বড় বড় মাছ। আশপাশের অন্তত ৩০টি গ্রামের মানুষ এতে অংশ নেয়, চলে মিঠাই-মিষ্টির ধুম। আত্মীয়দের নিমন্ত্রণ জানিয়ে ঘরোয়া উৎসবের রূপ নেয় মেলাটি।

পোড়াদহ মেলা, গাবতলী (বগুড়া)
মাঘ মাসের শেষ বুধবার বসে এই মেলা, যার মূল আকর্ষণও বিভিন্ন প্রজাতির বিশাল মাছ। প্রায় ২০০ বছর ধরে চলা এই মেলার পেছনে আছে এক পুরনো কাহিনি—এক বিশাল বটগাছের নিচে সন্ন্যাসীর সাধনস্থান থেকে পুণ্যস্থান, পরে হিন্দু ধর্মীয় মেলা। এখন এটি হয়ে উঠেছে সর্বজনীন উৎসব।

 ঠাকুর মান্দার মেলা, মান্দা (নওগাঁ)
প্রায় ৫০০ বছর পুরনো ঠাকুর মান্দা মন্দিরে প্রতিবছর চৈত্রের শুক্ল নবমীতে (রাম নবমী পূজা উপলক্ষে) বসে এই মেলা। হাজারো ভক্তের অংশগ্রহণে এখানে হয় কীর্তন, প্রসাদ বিতরণ, পূজা, ভোগ ও মানতের আয়োজন। ধর্মীয় আবেগ ও লোকাচারের মিশেলে এক বিশেষ পরিবেশ তৈরি হয় পুরো মান্দা জুড়ে।


এই মেলাগুলো কেবল বিনোদনের উৎস নয়—এগুলো গ্রামীণ সংস্কৃতি, ইতিহাস ও সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য প্রতীক। ঐতিহ্যের টানে যদি আপনিও এসব মেলায় যেতে চান, তাহলে এখনই জেনে নিন সময়-তারিখ আর তৈরি হয়ে নিন ভিন্ন এক অভিজ্ঞতার জন্য।


 

সর্বশেষ