ঢাকা   রোববার ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

পদ্মা ব্যাংকে অর্থ আটকে, আমানতকারীদের আন্দোলনের হুঁশিয়ারি

অর্থ ও বাণিজ্য

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৭, ১৭ মে ২০২৫

সর্বশেষ

পদ্মা ব্যাংকে অর্থ আটকে, আমানতকারীদের আন্দোলনের হুঁশিয়ারি

অর্থ ফেরতের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পদ্মা ব্যাংকের ক্ষুব্ধ গ্রাহকরা। কষ্টার্জিত আমানত আটকে থাকায় শনিবার (১৭ মে) ঢাকার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন তারা। গ্রাহকদের অভিযোগ, ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস সরাফাত ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খানের নেতৃত্বে একটি চক্র পরিকল্পিতভাবে প্রায় আড়াই হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট বাতিল এবং সম্পদ জব্দের দাবি জানান। পাশাপাশি তারা একটি সময়সীমাসহ অর্থ ফেরতের রোডম্যাপ তৈরির আহ্বান জানান।

একজন আমানতকারী মার্জিয়া আক্তার বলেন, “মা গুরুতর অসুস্থ, অথচ মাসের পর মাস ধরে ব্যাংকে জমা টাকা তুলতে পারছি না।” আরেকজন জুয়েলা আক্তার জানান, “সঞ্চয় তুলতে গেলে কর্মকর্তারা দুর্ব্যবহার করেন।”

বক্তারা জানান, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে চৌধুরী নাফিস সরাফাত বিদেশি বিনিয়োগ আনার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে রাষ্ট্রায়ত্ত পাঁচ প্রতিষ্ঠানের কাছে ৭১৫ কোটি টাকায় ব্যাংকের ৬৫ শতাংশ শেয়ার বিক্রি করেন। পরে তার বিরুদ্ধে আরও আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। গ্রাহকদের স্পষ্ট বার্তা—দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন।

সর্বশেষ