
সোনার বাজারে ফের উর্ধ্বগতি দেখা দিয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, ভরিতে সর্বোচ্চ ১,৩৬৫ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৯৯ টাকা, যা আগামীকাল রোববার (১৮ মে) থেকে কার্যকর হবে।
শনিবার রাতে বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির কারণে এই দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
এর আগে ১৫ মে ২২ ক্যারেট সোনার ভরি ছিল ১ লাখ ৬৫ হাজার ৭৩৪ টাকা, যা তারও আগে ২৩ এপ্রিল পৌঁছেছিল সর্বোচ্চ ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকায়।
নতুন দাম অনুযায়ী, আগামীকাল থেকে ২১ ক্যারেট সোনার ভরি হবে ১ লাখ ৫৯ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩৬ হাজার ৭১৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ১২ হাজার ৯৭৮ টাকা। তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।
সাম্প্রতিক সময়ের বিশ্ববাজার এবং অভ্যন্তরীণ মুদ্রানীতির টানাপোড়েনে সোনার বাজারে এমন উত্থান-পতন লেগেই রয়েছে। ফলে সঞ্চয় কিংবা অলংকার কেনার আগ্রহীরা পড়ছেন দোটানায়। বিশেষজ্ঞরা বলছেন, মূল্যবান ধাতুর এ বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রয়োজন দীর্ঘমেয়াদি নীতিমালা ও নজরদারি।