ঢাকা   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

প্রেমঘটিত বিষণ্নতা? ১৩ ঘণ্টা পর মহানন্দা নদীতে মিলল শামীমের নিথর দেহ

প্রেমঘটিত বিষণ্নতা? ১৩ ঘণ্টা পর মহানন্দা নদীতে মিলল শামীমের নিথর দেহ

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া এক তরুণের মরদেহ ১৩ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার (৬ মে) সকাল ৮টার দিকে পুরাতন মহানন্দা সেতুর (বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতু) নিচ থেকে তার মরদেহ উদ্ধার হয়।

নিহত তরুণের নাম মো. শামীম (১৭)। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের টিকরামপুর উত্তরপাড়ার মো. জালালের ছেলে এবং চলতি বছরের দাখিল পরীক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যা ৭টার দিকে সেতুর মাঝামাঝি অংশ থেকে হঠাৎ নদীতে ঝাঁপ দেন শামীম। ঘটনাটি দেখে আশপাশের মানুষ চিৎকার করে মাঝিদের খবর দেয় এবং কেউ কেউ ফোনে ভিডিও ধারণ করে। তবে রাতভর চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ হারুনুর রশিদ জানান, সকালে ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে শামীমের মরদেহ খুঁজে পায়।

সদর থানার ওসি মতিউর রহমান জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে প্রেমঘটিত কারণে আত্মহত্যার ধারণা করা হলেও থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।