
মানিকগঞ্জের গরুড়পাড়া ইউনিয়নের চান্দইর গ্রামে শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন লাগানোর মামলায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে ঘটনা। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের গুলশানের বাসা থেকে ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে গুলশান থানার পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় মানিকগঞ্জ সদর থানা-পুলিশ এ অভিযান চালায়।
গ্রেপ্তার পাঁচজন হলেন—সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. উজ্জ্বল হোসেন (৩৫), জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাসুদ রানা (৩৫), যুবলীগকর্মী মীর সাইফুল্লাহ সাফি (৩৮), এবং ছাত্রলীগকর্মী আবিদ হাসান (২৪) ও হৃদয় হোসেন (২৪)। তাঁরা সবাই মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, পয়লা বৈশাখের আগের দিন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি পেতে থাকেন মানবেন্দ্র ঘোষ। অভিযোগ, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাবয়ব তৈরি সংক্রান্ত একটি ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে তাঁকে লক্ষ্য করে হুমকি দেওয়া হচ্ছিল। প্রাথমিকভাবে বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরবর্তীতে আতঙ্কে পড়ে ১৫ এপ্রিল সন্ধ্যায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মানবেন্দ্র ঘোষ। ওই রাতেই তাঁর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পরদিন, ১৬ এপ্রিল, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন তিনি। মামলার তদন্তের ধারাবাহিকতায় শনিবার গুলশানের একটি বাড়ি থেকে অভিযুক্ত পাঁচজনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, এ মামলায় এখন পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, “শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি জড়িত থাকার প্রমাণের ভিত্তিতেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে।”