
পেশাদার লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন এখন একেবারে কাছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। আজ ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আবাহনী লিমিটেড গোলশূন্য ড্র করেছে পুলিশ এফসির বিপক্ষে, ফলে পয়েন্ট টেবিলে মোহামেডানের সঙ্গে ব্যবধান কমাতে পারেনি তারা।
এই ড্রয়ে ১৪ ম্যাচে আবাহনীর পয়েন্ট দাঁড়িয়েছে ২৮, যেখানে ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মোহামেডান। চার ম্যাচ হাতে রেখেই তাদের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে ঐতিহ্যবাহী দলটি। এখন শুধু দুই জয় দরকার, তাহলেই পেশাদার লিগের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবে মতিঝিলের ক্লাব।
এদিকে মুন্সিগঞ্জে দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে জয় পেয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, যার ফলে নিশ্চিত হয়ে গেছে চট্টগ্রাম আবাহনীর প্রিমিয়ার লিগ থেকে অবনমন। ১৪ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট পাওয়া দলটির বাকি চার ম্যাচ জিতলেও তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে ১৫, যা ফকিরেরপুলের ১৬ পয়েন্টের নিচে। ফলে লিগের প্রথম দল হিসেবে এবারের মতো বিদায় নিচ্ছে চট্টগ্রাম আবাহনী।