
ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার পারদ এবার আশার আলো দেখাচ্ছে বাংলাদেশ হকি দলের জন্য। যদিও এবারের হকি এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল লাল-সবুজের দল, তবে নতুন করে সম্ভাবনা জেগেছে তাদের সামনে।
বাছাইপর্বে বাংলাদেশ তৃতীয় হলেও মূলপর্বে জায়গা পেয়েছে ওমান ও চাইনিজ তাইপে। তবে পাকিস্তানকে ঘিরে রাজনৈতিক জটিলতায় ভারতের মাটিতে তাদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে আয়োজকরা হয়তো পাকিস্তানকে বাদ দিয়েই প্রতিযোগিতা চালিয়ে যেতে পারে, আর তাতেই তৈরি হতে পারে বাংলাদেশের জন্য সুযোগ।
বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান জানান, আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত না এলেও নানা সূত্র বলছে, পাকিস্তান খেলতে না পারলে এশিয়া হকি ফেডারেশন (এএইচএফ) নতুন দল হিসেবে তৃতীয় হওয়া বাংলাদেশকেই নিতে পারে।
ভারতের মতো হকির বড় বাজার প্রতিযোগিতা সরিয়ে নিতে চাইবে না, আর পাকিস্তানকে বাদ দিয়েই যদি খেলা হয়, তাহলে বাংলাদেশের সামনে আবারও এশিয়ার বড় মঞ্চে খেলার দরজা খুলে যেতে পারে।