
ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়লেও পাকিস্তানে অবস্থানরত বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানার জীবনযাত্রায় এখনো তেমন প্রভাব পড়েনি। কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার জেরে দু’দেশের মধ্যে সামরিক সংঘাতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করলেও এই দুই ক্রিকেটার রয়েছেন নিরাপদেই।
এই মুহূর্তে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে সেখানে অবস্থান করছেন রিশাদ ও নাহিদ। বিসিবিও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। তবে রিশাদ বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি পোস্ট করে জানান, ‘সব ঠিকঠাক চলছে! প্রতিটি আনন্দের মুহূর্ত উপভোগ করছি।’ আরেকটি ছবিতে তাকে দেখা যায় রাওয়ালপিন্ডির জিমে নাহিদের সঙ্গে, যার ক্যাপশনে লেখা ‘ভ্রাতৃত্ব’। এতে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।
রিশাদ খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে এবং নাহিদ রয়েছেন পেশোয়ার জালমির দলে। লাহোরের হয়ে রিশাদ এখন পর্যন্ত ৫ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। অন্যদিকে, নাহিদ এখনো পিএসএলে অভিষেকের অপেক্ষায় আছেন। পাকিস্তানে পৌঁছানোর পর পেশোয়ার তিনটি ম্যাচ খেললেও এখনও একাদশে জায়গা হয়নি তার।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে নিহত হন অন্তত ৩১ জন এবং আহত হন শতাধিক। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও দাবি করেছে ১২টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার এবং সীমান্তে সেনা ও বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে। এমনকি বিস্ফোরণের শব্দ লাহোর পর্যন্ত পৌঁছেছে, যেখানে রিশাদ অবস্থান করছেন।
লাহোর ও ইসলামাবাদ বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ ছিল, যা দুপুরে আবার চালু করা হয়। যদিও এই সময়ে রিশাদ ও নাহিদের যাতায়াতে কোনো সমস্যা হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।