ঢাকা   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

বৃষ্টির আশীর্বাদে শিরোপা বাংলাদেশের হাতে

খেলার জগৎ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮:০২, ৮ মে ২০২৫

বৃষ্টির আশীর্বাদে শিরোপা বাংলাদেশের হাতে

বৃষ্টির অকাল হস্তক্ষেপে সিরিজের শেষ ম্যাচ পরিত্যক্ত হলেও মুখে হাসি বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের। কলম্বোয় ষষ্ঠ ও শেষ ওয়ানডে ম্যাচে ব্যাটিং চলাকালেই নামে বৃষ্টি, যা আর থামেনি। ফলাফল—৩-২ ব্যবধানে সিরিজ জিতে ট্রফি উঠেছে আজিজুল হাকিম তামিমের দলের হাতে।

শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের স্বপ্নটা আগে থেকেই গড়ে নিয়েছিল বাংলাদেশ। আজকের ম্যাচে শুরুটা ছিল ধাক্কাময়—মাত্র ১ রানে আউট হয়ে যান সেঞ্চুরিয়ান জাওয়াদ আবরার। তবে ওপেনার কালাম সিদ্দিকি ও অধিনায়ক তামিম মিলে সেই ধাক্কা সামলে নেন। সিদ্দিকি ৩১ রানে ফিরে গেলে, রিজান হোসেনকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ১০৮ রানের বড় জুটি গড়েন আজিজুল হাকিম।

দুর্ভাগ্যজনকভাবে সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থাকতে আউট হয়ে যান অধিনায়ক (৯৪ রান, ৭ চার ও ২ ছক্কা)। এরপরই নামে বৃষ্টি, আর খেলা গড়ায়নি। ৩৯.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১৮৮ রান। রিজান করেন ৪৮, আর মোহাম্মদ আবদুল্লাহ অপরাজিত থাকেন ৫ রানে।

বৃষ্টি শ্রীলঙ্কার আশা ভাসিয়ে নিয়ে গেলেও বাংলাদেশ পেল একটি দুর্দান্ত ট্রফি জয়, যা তরুণদের আত্মবিশ্বাসে দারুণ উৎসাহ যোগাবে।