ঢাকা   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

যুদ্ধের ছায়ায় ক্রিকেট: পাকিস্তান সফর নিয়ে শঙ্কা, আমিরাত সিরিজ নিশ্চিত

যুদ্ধের ছায়ায় ক্রিকেট: পাকিস্তান সফর নিয়ে শঙ্কা, আমিরাত সিরিজ নিশ্চিত

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে উপমহাদেশের ক্রিকেট অঙ্গনেও। এই পরিস্থিতিতে আসন্ন পাকিস্তান সফরকে "ঝুঁকিপূর্ণ" হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যদিও পাকিস্তান সফর এখনো আনুষ্ঠানিকভাবে স্থগিত হয়নি, তবে সংশয় বেড়েই চলেছে।

বিসিবির সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে পরিচালকদের দ্বিতীয় দফা বৈঠকের পর জানানো হয়েছে, আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই অনুষ্ঠিত হবে। তবে পাকিস্তান সফর হবে কি না, তা এখনো চূড়ান্ত নয়।

বিসিবির দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। পাকিস্তান সফরের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে সতর্কভাবে এবং দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় রেখেই।’

এর আগে মিরপুরে এক অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা সজীব ভুঁইয়া বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সফর ঝুঁকিপূর্ণ। পাকিস্তান দূতাবাস থেকেও আমাদের নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে জানানো হয়েছে। বিসিবি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।’

বিসিবি সূত্রে জানা গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনা করেই সিরিজটি স্থগিত বা পিছিয়ে দেওয়ার দিকেই যেতে পারে বাংলাদেশ। বিসিবি চায়, পিসিবির তরফ থেকেই কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসুক, যাতে আন্তর্জাতিক ক্রিকেটে সৌজন্য রক্ষা করা যায়।

প্রসঙ্গত, পাকিস্তান সফরের আগে বাংলাদেশ দলের আমিরাত সফরের পরিকল্পনা রয়েছে। বিসিবি নিশ্চিত করেছে, এই সিরিজ যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং ওই সময়ই পাকিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

এদিকে পিএসএল খেলতে যাওয়া বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা এরই মধ্যে দুবাই হয়ে দেশে ফিরেছেন। পিএসএলও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এই অগ্রগতি বাস্তবায়িত হলে ক্রিকেটাঙ্গনে কিছুটা স্বস্তি ফিরে আসতে পারে বলে আশাবাদী বিসিবি।