ঢাকা   রোববার ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

সোনালী আঁশের আয়ে দুঃসংবাদ

শেয়ারবাজার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১:২৮, ৬ জুন ২০২৩

সোনালী আঁশের আয়ে দুঃসংবাদ

শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালী আঁশ লিমিটেড তাদের বিনিয়োগকারীদের চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসে সমাপ্ত তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় কমার দুঃসংবাদ দিয়েছে।

সোমবার (৩০ মে) কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়।

আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত তৃতীয় প্রান্তিকে সোনালী আঁশের শেয়ার প্রতি আয় হয়েছে ৩০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৭৮ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৩২ পয়সা আয় হয়েছে। যা আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ০৫ পয়সা আয় হয়েছিল।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১১৫ টাকা ৬১ পয়সা।

শেয়ার বিজনেস24.কম