ঢাকা   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

পাসপোর্ট : বাংলাদেশ ৩ ধাপ পিছিয়েছে, সিঙ্গাপুরের দুরন্ত উত্থান!

পাসপোর্ট : বাংলাদেশ ৩ ধাপ পিছিয়েছে, সিঙ্গাপুরের দুরন্ত উত্থান!

বাংলাদেশের পাসপোর্ট শক্তির সূচকে ২০২৫ সালে তিন ধাপ অবনতি হয়েছে, বর্তমান অবস্থান ১০০তম। হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত এই সূচকে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়াই মাত্র ৪০টি দেশে ভ্রমণ সম্ভব, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ৪২।

সূচকের শীর্ষে আছে সিঙ্গাপুর, যাদের পাসপোর্ট দিয়ে ১৯৫টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায়। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, যেখানে ১৯৩টি দেশে ভিসা ছাড়াই যাওয়া যায়। সূচকের নিচের দিকে আফগানিস্তান, সিরিয়া, ইরাক এবং পাকিস্তান রয়েছে, যেখানে ভিসামুক্ত গন্তব্যের সংখ্যা সবচেয়ে কম।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ৮৫তম এবং শ্রীলঙ্কা ৯৬তম অবস্থানে রয়েছে, যা বাংলাদেশের চেয়ে কিছুটা এগিয়ে।

শেয়ার বিজনেস24.কম