ঢাকা   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

দুলামিয়া কটন মিলসের কারখানা বন্ধ ও সিলগালা

দুলামিয়া কটন মিলসের কারখানা বন্ধ ও সিলগালা

 

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দুলামিয়া কটন মিলস লিমিটেডের বর্তমান অবস্থা দেখতে গতকাল কারখানা পরিদর্শনে গিয়েছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্মকর্তারা । কিন্তু কোম্পানিটির কারখানা বন্ধ ও সিলগালা থাকায় তারা কারখানায় ঢুকতে পারেননি। ফলে তারা কোম্পানিটির কারখানায় পরিদর্শন কার্যক্রম পরিচালনা করতে পারেননি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির সার্বিক অবস্থা পরিদর্শনের উদ্যোগ নিয়েছে ডিএসই। এরই ধারাবাহিকতায় এক্সচেঞ্জটির কর্মকর্তারা বিভিন্ন কোম্পানির কারখানা পরিদর্শন করছেন। এ মাসের শুরুতে ডিএসইর কর্মকর্তারা তালিকাভুক্ত আরেক কোম্পানি নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিংয়ের কারখানা পরিদর্শনে গিয়েও বন্ধ থাকায় ঢুকতে পারেননি।

সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) দুলামিয়া কটন মিলসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৫ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৯ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৮ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯ টাকা ৭ পয়সায়।

শেয়ার বিজনেস24.কম