ঢাকা   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

বিনিয়োগকারীদের উদ্দেশে সোজাসাপ্টা বার্তা গভর্নরের

বিনিয়োগকারীদের উদ্দেশে সোজাসাপ্টা বার্তা গভর্নরের

শেয়ারবাজারে বিনিয়োগ করে কেউ ক্ষতিগ্রস্ত হলে তার দায় বাংলাদেশ ব্যাংকের নয়—এমন সোজাসাপ্টা বার্তা দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব আমানতকারীদের স্বার্থ রক্ষা করা, শেয়ারবাজারের বিনিয়োগকারীদের নয়। ঝুঁকিপূর্ণ বাজারে কেউ বিনিয়োগ করলে সেই দায় তাঁদের নিজেদেরই নিতে হবে।”

বুধবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর এসব কথা বলেন। এই সম্মেলনের আয়োজন করা হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর শর্ত অনুযায়ী ডলারের বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমকে অবহিত করতে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে গভর্নর জানান, শেয়ারবাজারে তালিকাভুক্ত কিছু ব্যাংক এখনো তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে পারেনি, কারণ বাংলাদেশ ব্যাংক কঠোর নীতিমালা অনুসরণ করছে। তবে এসব ব্যাংককে এক মাস সময় দেওয়া হয়েছে, এর মধ্যে রিপোর্ট প্রকাশ করতে হবে। প্রয়োজনে এসব ব্যাংকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

স্টক মার্কেটে এসব সিদ্ধান্তের প্রভাব পড়লে সেটি নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে জানানো হবে বলে উল্লেখ করেন গভর্নর। তবে তিনি আবারও জোর দিয়ে বলেন, “বিনিয়োগকারীদের স্বার্থ দেখা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নয়। তাঁরা নিজের সিদ্ধান্তে বিনিয়োগ করেন, তাই এখন দোষারোপ করে কোনো লাভ নেই।”

তিনি আরও বলেন, “স্পন্সর ডিরেক্টররাই বোর্ডে থাকেন, বড় অঙ্কের বিনিয়োগ করেন। যদি তাঁরা চোখের সামনে ব্যাংকের অবনতি হতে দেন, তাহলে দায় তাঁদেরই বহন করতে হবে।” গভর্নরের এই বক্তব্য বাজারে স্বচ্ছতা ও দায়িত্ববোধের গুরুত্ব আবারও স্পষ্ট করে দিলো, যদিও ক্ষুদ্র বিনিয়োগকারীদের একাংশ এতে হতাশাও প্রকাশ করতে পারেন।