ঢাকা   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

আইপিএলে রেকর্ড ৬ কোটি রুপিতে মুস্তাফিজকে নিল দিল্লি

খেলার জগৎ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:৫৪, ১৪ মে ২০২৫

আপডেট: ২২:৪৮, ১৪ মে ২০২৫

আইপিএলে রেকর্ড ৬ কোটি রুপিতে মুস্তাফিজকে নিল দিল্লি

আইপিএলের নিলামে দল না পেলেও টুর্নামেন্টের মাঝপথে বাজিমাত করলেন মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালস ৬ কোটি রুপি খরচ করে দলে ভিড়িয়েছে বাংলাদেশি এই পেসারকে—যা এখন পর্যন্ত আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ মূল্য।

বুধবার (১৪ মে) নিজেদের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। একই তথ্য আইপিএলের অফিশিয়াল ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে। এর ফলে মুস্তাফিজ হয়ে উঠেছেন আইপিএলে বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার।

এর আগে সর্বোচ্চ মূল্যে আইপিএলে বিক্রি হওয়া বাংলাদেশি ছিলেন মাশরাফি বিন মর্তুজা—২০০৯ সালে যিনি কলকাতা নাইট রাইডার্সে গিয়েছিলেন ছয় লাখ ডলারে, যা বাংলাদেশি টাকায় ছিল প্রায় চার কোটি।

ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার কারণে দিল্লির অস্ট্রেলিয়ান ওপেনার জেক ফ্রেজার ম্যাকগার্কসহ বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার ভারত ছেড়েছেন। ফ্রেজার আর ফিরছেন না এবারের আইপিএলে। তার পরিবর্তনেই মুস্তাফিজকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
এই সিদ্ধান্ত দলটির বোলিং লাইনআপে নতুন শক্তি যোগ করবে বলে ধারণা বিশ্লেষকদের।