
আজ বুধবার (১৪ মে) বিকেলে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১২টি গুরুত্বপূর্ণ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠকে কোম্পানিগুলোর চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিক—যা ৩১ মার্চ ২০২৫ তারিখে শেষ হয়েছে—সেই সময়ের শেয়ার প্রতি আয় (ইপিএস) প্রকাশ করা হবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টালের তথ্যমতে, এ সংক্রান্ত তথ্য বিনিয়োগকারীদের মধ্যে ইতোমধ্যে আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
ইপিএস প্রকাশ করতে যাওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকায় রয়েছে—ব্যাংকিং খাত থেকে ব্যাংক এশিয়া, যমুনা ব্যাংক ও পূবালী ব্যাংক; আর্থিক খাত থেকে আইপিডিসি ফাইন্যান্স, পিপলস লিজিং ও ইউনাইটেড ফাইন্যান্স; বীমা খাত থেকে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স। এছাড়াও ভোক্তা পণ্যের খাত থেকে রয়েছে বাটা সু কোম্পানি।
প্রথম প্রান্তিকের আর্থিক ফলাফল কোম্পানিগুলোর ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও শেয়ারমূল্যে সরাসরি প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। তাই বিনিয়োগকারীদের দৃষ্টি এখন এসব কোম্পানির ইপিএসের দিকে। যদি কোনো কোম্পানি প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল দেখাতে পারে, তবে তা বাজারে ইতিবাচক সাড়া ফেলবে; আবার দুর্বল প্রতিবেদন হলে বিনিয়োগে সতর্কতা দেখা যেতে পারে।
এই প্রতিবেদনের মাধ্যমে বাজারে একটি মুভমেন্ট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা স্বল্পমেয়াদি ট্রেডিংয়ের দিকেও প্রভাব ফেলতে পারে। তাই বিকেলের দিকেই বিনিয়োগকারীরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।