ঢাকা   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

স্ট্যান্ডার্ড ব্যাংক দিচ্ছে ডিভিডেন্ড, আরও দুই কোম্পানির ইপিএস আসছে ১৫ মে

স্ট্যান্ডার্ড ব্যাংক দিচ্ছে ডিভিডেন্ড, আরও দুই কোম্পানির ইপিএস আসছে ১৫ মে

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে যাচ্ছে। এ উপলক্ষে কোম্পানিগুলোর বোর্ড সভার তারিখ চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। অন্যদিকে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম ও রিপাবলিক ইন্স্যুরেন্স চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক—৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে ইপিএস (শেয়ারপ্রতি আয়) প্রকাশ করবে।

তিন কোম্পানির মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে ১৯ মে, দুপুর ২টা ৪৫ মিনিটে। বাংলাদেশ থাই অ্যালুমিনিয়ামের সভা ১৫ মে বিকেল ৪টায় এবং রিপাবলিক ইন্স্যুরেন্সের সভা হবে একই দিনে বিকেল ৩টায়।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, এসব ঘোষণা বিনিয়োগকারীদের আগ্রহে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে স্ট্যান্ডার্ড ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণার দিকেই নজর থাকবে শেয়ারহোল্ডারদের। অপরদিকে, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম ও রিপাবলিক ইন্স্যুরেন্সের ইপিএস তথ্য কোম্পানিগুলোর পারফরম্যান্স মূল্যায়নে সহায়ক হবে।

বিনিয়োগকারীদের জন্য এটি হতে পারে সিদ্ধান্ত গ্রহণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তাই বাজারে আজ থেকেই বাড়তে পারে আগ্রহ ও নজরদারি।