ঢাকা   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

ইপিএস বাড়লেও ক্যাশ ফ্লো দুর্বল, ৫ বীমা কোম্পানির হিসাব প্রকাশ

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৩, ১৪ মে ২০২৫

ইপিএস বাড়লেও ক্যাশ ফ্লো দুর্বল, ৫ বীমা কোম্পানির হিসাব প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের পাঁচটি কোম্পানি ২০২৫ অর্থবছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে দেখা গেছে, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ও শেয়ারপ্রতি সম্পদমূল্যে (NAVPS) কিছুটা ইতিবাচক প্রবণতা থাকলেও বেশিরভাগ কোম্পানির নগদ প্রবাহ (Cash Flow) দুর্বল হয়ে পড়েছে।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি প্রথম প্রান্তিকে ৯০ পয়সা ইপিএস দেখিয়েছে, যা আগের বছরের ৮৫ পয়সার তুলনায় ভালো। ক্যাশ ফ্লো বেড়ে হয়েছে ১ টাকা ১৬ পয়সা এবং এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৭৫ পয়সায়। অন্যদিকে, সিকদার ইন্স্যুরেন্সের আয় সামান্য বেড়ে ২১ পয়সা হলেও ক্যাশ ফ্লো কমে ১৮ পয়সায় নেমে এসেছে; এনএভিপিএস ১০ টাকা ৫৭ পয়সা।

অগ্রণী ইন্স্যুরেন্সের ইপিএস কমে ৩৫ পয়সায় নেমেছে, যদিও ক্যাশ ফ্লো মাইনাস অবস্থা থেকে বেরিয়ে পজিটিভ ৮ পয়সা হয়েছে। রূপালী ইন্স্যুরেন্সের ইপিএস বেড়ে হয়েছে ৪০ পয়সা, কিন্তু ক্যাশ ফ্লো কমে ৬ পয়সায় ঠেকেছে। একইভাবে, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের আয় ও ক্যাশ ফ্লো উভয়ই সামান্য কমেছে; এনএভিপিএস দুটিরই ১৯ টাকা ৫৯ পয়সা।

বিশ্লেষকদের মতে, এসব কোম্পানির সম্পদমূল্য এখনও তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে, তবে নগদ প্রবাহে দুর্বলতা বিনিয়োগকারীদের আস্থায় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীরা ইপিএস ও এনএভিপিএস দেখলেও স্বল্পমেয়াদি সিদ্ধান্তে ক্যাশ ফ্লো বড় ভূমিকা রাখে। তাই বীমা খাতের এই মিশ্র ফলাফল বাজারে মিশ্র প্রতিক্রিয়াই আনতে পারে।