
দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে থাকা বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও মাঠে ফিরছেন। সম্প্রতি দুবাইয়ে নিয়মিত অনুশীলনে অংশ নেওয়ার পর থেকেই গুঞ্জন চলছিল তাঁর প্রত্যাবর্তন নিয়ে। এবার সেটি সত্যি হতে চলেছে—সাকিব ডাক পেয়েছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। তিনি খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে, যেখানে ইতিমধ্যেই রয়েছেন বাংলাদেশের লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন।
পিএসএলে এটি সাকিবের তৃতীয় দল। এর আগে তিনি করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে খেলেছেন ১৪টি ম্যাচ, করেছেন ১৮১ রান ও নিয়েছেন ৮টি উইকেট। লাহোরের হয়ে খেলার বিষয়টি সাকিব নিজেই প্রথম আলোকে নিশ্চিত করেছেন। যদিও লাহোর ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো তাঁকে অনাপত্তিপত্র দেয়নি।
বিসিবির এক সূত্র জানিয়েছে, বিদেশি লিগে খেলতে হলে সাকিবকে বোর্ডের অনুমতি নিতে হবে, তবে এখনো তিনি ছাড়পত্রের জন্য আবেদন করেননি।
সম্প্রতি ভারত–পাকিস্তান উত্তেজনার কারণে স্থগিত হওয়া পিএসএল আবার শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির পর। আগামী শনিবার থেকে পুনরায় শুরু হবে টুর্নামেন্টের বাকি অংশ। বিদেশি অনেক খেলোয়াড় শেষ অংশে না খেলায় ফ্র্যাঞ্চাইজিগুলো বিকল্প ক্রিকেটার খুঁজছে—সাকিবের অন্তর্ভুক্তিও সেই উদ্যোগেরই অংশ।
এবারের পিএসএলে এখনও ৮টি ম্যাচ বাকি রয়েছে। লিগ পর্বে লাহোর কালান্দার্স তাদের শেষ ম্যাচ খেলবে আগামী রোববার। যদি বিসিবির অনুমতি পান, তবে সেদিনই মাঠে নামতে পারেন সাকিব।
এদিকে আজকের আরেকটি বড় খবর—বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএলে ৬ কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। পিএসএলের মতো আইপিএলের বাকি অংশও শুরু হচ্ছে এই শনিবার।