
কঙ্গোর পূর্ব টাঙ্গানইকা হ্রদের তীরবর্তী কাসাবা গ্রামে গত কয়েকদিনে ভয়াবহ বন্যার কারণে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই বন্যার ফলে সৃষ্ট দুর্যোগে ১০০ জনের বেশি নিহত হয়েছেন, এবং বহু মানুষ আহত হয়েছে।
এই বিপর্যয় এমন এক সময়ে ঘটেছে যখন কঙ্গো ইতিমধ্যে বিদ্রোহী গোষ্ঠী 'এম২৩'-এর আক্রমণের কারণে সংকটাপন্ন পরিস্থিতির মধ্যে রয়েছে। বছরের প্রথম দিকে, রুয়ান্ডা-সমর্থিত বিদ্রোহীরা পূর্ব কঙ্গোর বিভিন্ন এলাকায় হামলা জোরদার করেছে, যার ফলে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
দক্ষিণ কিভু প্রদেশের ফিজি এলাকার প্রশাসক স্যামি কালোদজি শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, দুর্গত অঞ্চলে এখন পর্যন্ত ১০০ জনের বেশি মৃত্যু নিশ্চিত হয়েছে। তিনি আরও জানান, আক্রান্ত অঞ্চলটি কঙ্গোর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন, ফলে এটি বিদ্রোহীদের দখলে থাকা এলাকা নয়।
বন্যার ঘটনা গত বৃহস্পতিবার রাত এবং শুক্রবারের মাঝামাঝি সময়ে টানা প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে কাসাবা নদী উপচে পড়লে সৃষ্টি হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই বন্যায় অন্তত ৬২ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। তবে, কাসাবা এলাকায় মুঠোফোন নেটওয়ার্কের অভাব থাকায় ত্রাণ পৌঁছানোর কাজটি বিলম্বিত হতে পারে।