প্রতিবেশী—বাড়ির পাশে থাকা সেই আপনজন, যার হাসিমাখা মুখে শুরু হয় এক আনন্দময় সকাল, আর বিপদের সময় যার একটি সাহায্যের হাত হয়ে ওঠে আশার আলো। ইসলামে এই প্রতিবেশীর মর্যাদা এতটাই গুরুত্বপূর্ণ যে, মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘জিব্রাইল (আ.) আমাকে প্রতিবেশীর ভালো ব্যবহারের উপদেশ দিতে থাকলেন, এমনকি আমি ভাবলাম, প্রতিবেশীকে বুঝি উত্তরাধিকারী বানানো হবে।’ (সহিহ বুখারি)