ঢাকা   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিলেন মো. আসাদুর রহমান

শেয়ারবাজার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭:৫৩, ১ জুলাই ২০২৫

ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিলেন মো. আসাদুর রহমান

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর নতুন প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস। তিনি গতকাল, ৩০ জুন ২০২৫ তারিখে এই পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির উপ-মহাব্যবস্থাপক (প্রকাশনা ও জনসংযোগ} মো. শফিকুর রহমান এ তথ্য জানান।

ডিএসই-তে তার কর্মজীবনের শুরু ২০১০ সালের ১৫ এপ্রিল, সহকারী মহাব্যবস্থাপক হিসেবে। এরপর তিনি ধারাবাহিকভাবে পদোন্নতি পেয়ে ২০১৩ সালের ২২ এপ্রিল উপ-মহাব্যবস্থাপক এবং ২০১৭ সালের ২৭ এপ্রিল থেকে ২০২৫ সালের ২৯ জুন পর্যন্ত জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এই সময়কালে তিনি ডিএসই-র বোর্ড ও কর্পোরেট অ্যাফেয়ার্স, TREC অ্যাফেয়ার্স, লিগ্যাল অ্যাফেয়ার্স, জনসংযোগ ও প্রকাশনা এবং আন্তর্জাতিক বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া ২০১৯ সালের জুন থেকে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত বাজার উন্নয়ন বিভাগের নেতৃত্ব দেন, যেখানে তিনি পণ্য ও বাজার উন্নয়ন, এসএমই ও ওটিসি, গবেষণা ও তথ্য এবং বাজার পরিচালনা (MOPS) বিভাগের কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন করেন।

ডিমিউচুয়ালাইজেশন বাস্তবায়ন কমিটিতে তিনি সদস্য সচিব ছিলেন। নাসডাক এবং ফ্লেক্সট্রেডের সাথে যুক্ত নতুন ট্রেডিং সিস্টেম বাস্তবায়নে তিনি মূল প্রকল্প দলের সদস্য হিসেবে যুক্ত ছিলেন। এছাড়া বিশ্বখ্যাত ওয়ার্ল্ড ফেডারেশন অব এক্সচেঞ্জেস (WFE)-এর পূর্ণ সদস্যপদ অর্জন, কৌশলগত বিনিয়োগকারী নির্বাচন, এবং শেনজেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জকে ডিএসই’র কৌশলগত বিনিয়োগকারী হিসেবে যুক্ত করার কাজেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।

আন্তর্জাতিক অঙ্গনেও তার অবদান উল্লেখযোগ্য। তিনি ডিএসই’র প্রতিনিধি হিসেবে ফিলিপাইন, সিঙ্গাপুর, সাংহাই, জার্মানি, ভারত, মালদ্বীপসহ বহু দেশের স্টক এক্সচেঞ্জ ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বৈঠক ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম (IVLP)-এর একজন অ্যালামনিও।

বর্তমানে, ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক পদটি পূর্ণ হওয়ার আগ পর্যন্ত তিনি প্রধান পরিচালন কর্মকর্তার পাশাপাশি কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করবেন।